সভাপতির বাণী

শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা আছে বলে পৃথিবী এত সুন্দর ও সাজানো গোছানো। জন্ম থেকে মৃত্যু অবধি শিক্ষা বহমান। শিক্ষা তথনি সার্থক হয় যখন এর বাস্তব প্রতিফলন ঘটে জীবনের পরতে পরতে। সুশৃংখল আচরণের সমষ্টিকে শিক্ষা বলা হয়, আর সেই আচরণ যদি হয় মানবতাকে সন্মান দিয়ে, তবেই আমরা পাব একটি সমৃদ্ধ জাতি। ঘাটাইল দাখিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এখানে রয়েছে এরাবিক শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয়। বর্তমান শিক্ষা বান্ধব সরকার এ শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নে দর্শনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। স্মরণ করছি যাদের অনবদ্য অবদান এই প্রতিষ্ঠান, তাদের স্মৃতি চিরভাস্বর থাকুক কাল থেকে কালান্তরে। অভিজ্ঞ প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকমন্ডলী জ্ঞানের প্রদীপ জ্বেলে আভা ছড়াচ্ছেন অবিরাম। ম্যানেজিং কমিটির সুযোগ্য সদস্য মন্ডলী ও এলাকাবাসী বিশেষ করে সুশীল সমাজের পরামর্শ, সচেতন অভিভাবকগণের সার্বিক সহযোগিতায় আমি উজ্জীবিত হই। সর্বোপরি ঘাটাইল দাখিল মাদ্রাসা এলাকাবাসীর প্রত্যাশা পুরনে অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় পরিসমাপ্তি টানছি।

মো: শহীদুজ্জামান খান