আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি এবং শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ও তার পরিবার-পরিজনের প্রতি। পরম পালনকর্তার অশেষ মেহেরবানীতে ঐতিহ্যবাহী ঘাটাইল দাখিল মাদ্রাসা একটি আধুনিক ও দ্বীনি শিক্ষার অপূর্ব সমন্বয়ে বিগত প্রায় ৪৭বছর যাবত ঘাটাইলে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে স্থান করে নিয়েছে। অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর কিছু মুখলেসিন বান্দা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে চিরদিনের জন্য আড়ালে চলে গেছেন। বর্তমানে এর উন্নতি অগ্রযাত্রা ঈর্ষণীয়। লেখাপড়ার পাশাপাশি সহপাঠ কার্যক্রমে এই মাদ্রাসার অর্জন উল্লেখযোগ্য, জাতীয় দিবস ও অন্যান্য কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি সেরাটা দেয়ার চেষ্টা করে। বিদ্যোৎসাহী ও সুদক্ষ ম্যানেজিং কমিটির তত্ত্বাবধান, অভিজ্ঞ শিক্ষক মন্ডলির অক্লান্ত পরিশ্রম মাদ্রাসার অগ্রযাত্রায় এনে দিয়েছে নতুন গতি। যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠান তাদের প্রতি স্বশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা, যাদের হারিয়েছি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। অভিভাবক মন্ডলী ও প্রিয় ছাত্র-ছাত্রীদের প্রতি শুভকামনা। প্রত্যেক শিক্ষার্থী এবং সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোগী ভাই বোনদের মঙ্গল কামনা করছি। প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এখানে ইতি টানছি।ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।